তারে ভালবেসে,
ঘূরে আমি দেশে দেশে,
কি পেলাম অবশেষে, আমি কি পেলাম ॥
ছিল সত্তরের দশক,
বুদ্ধি চিন্তা কিবা পরিকল্পনার ভূল, বুঝি তাই নিয়তির ঠক,
যেথা প্রতিযোগীতা আর,
বেশী ধন ভোগ বিনোদন কার,
সুন্দর মন আর খাটি ভালবাসার বলো হেথা কিসের দাম ॥
এক ষোড়ষী বালিকার মোখ,
টোল পড়া গাল আর হরিনীর টানা চোখ,
মেয়েটির হলো বিয়ে,
সানাই বাজিয়ে মহাসাজ সাজিয়ে,
সব হারিয়ে শেষে বিরহী বৈরাগীর খাতায় নাম লিখালাম ॥
অল্প উপার্জনে,
ছিলাম কিছুটা অনটনে,
কত ভালবাসা আর আশা ছিল দুজনের মনে,
আসলে সবাই জানে, যদিও তা লুকানো ছিল গোপনে,
তার সুখের কারনে স্বেচ্ছা নির্বাসনে, আপনি আপন মনে পালিয়ে গেলাম ॥
কাটিল প্রায় চল্লিশ বছর,
এক স্বজন সম্মেলনে দেখা হলো তারপর,
তার আমার হয়ত দুজনার,
কত কথা আর অভিযোগ ছিলযে বলার,
মনে হলো কারা যেন আহারে,
কড়া নজর প্রহরায় রেখেছে তাহারে,  
শেষে, এসে এই বুড়ো বয়সে, না জানি হয়ে যায় কোন কলংক বদনাম ॥
একজনের প্রাসাদ বাড়ী,
কত ধন কত সুখ কত লোকজন ভোগ বিনোদন দামী গাড়ী,
ছেলে তার বউ পরিবার লয়ে কানাডায়,
আর মেয়ে তার জামাইর সনে সপরিবারে অষ্ট্রেলিয়ায়,
প্রতি বছরে, একবার করে, দুজায়গায়ই তাদেরে দেখতে মায় বেড়াতে যায়,
শুনেছি নাকি হয়েছে আজ প্রায় এক যুগ,
আর স্বামী তার, বেচারার এমনই এক কঠিন রোগ,
অঁচল অসার ও নির্বাক চুপচাপ শুয়ে আছে তার বিছানায়,
কি করার আছে, বিধি যখন যার কাছে হয়ে যায় বাম, যাই হোক পরিনতি প্রতিফল কিবা পরিনাম ॥
ঐ পারে অন্যজন,
বিজনে বিরহী ধূসর জীবন,
ঘরে তার স্ত্রী আর ছেলেমেয়ে চারজন,
জীবন যেথা ছিল ভরপূর, হাসি খুশী বিনোদন,
সাদামাটা, সাদাসিধে অতিশয় সাধারন, বিছানায় যেজন সে নহে, অন্যজন তার অন্তরের সাম ॥
পারিলে নাহয় আর একবার,
আমি হারিতাম ফের, কাছে গিয়ে তার,
কষ্টগুলি তার থাকিলে বাহিরে আরও আমার জানার,
আমি অর্ধেক তার আমার আপন হাতে, কোন এক জোছনাহীন রাতে ভাগ করে নিতাম ॥
সে বড় ভাল আছে,
সুখটা যেমন ওরে যার কাছে,
আমার অনেক ভালবাসার মেয়েটি সেই,
কি করি আমি, বুঝিনা কেমনে তা ধূয়ে মুছে দেই,
বদনে বচনে নাই সে বারতা, মোখ দেখে তা বুঝার উপায় নেই,
যদি বন্ধু হতাম, তার কাছ থেকে হয়ত তাহলে আমি, আমার অক্ষমতার অপরাধটার মার্জনা পেতাম ॥
কি আর পাওয়ার আশা, কিইবা আমি তার কাছে চাইব,
সেই দিনগুলি এ জীবনে কোনদিন, আর কি আমি ফিরে পাইব,
জোছনার ঝিলে আর জল নেই, ডুব খেলার ছলে কেমনে দুজনে হেথা নাইব,
যা ছিল আমার চাওয়ার, সাধ বাসনা আর পাওয়ার, সব ইতো সেই কবে হয়েছে নিলাম ॥
ধূয়ে মুছে তা যায়না কিছুতেই,
আমারতো কোন কষ্ট অভিযোগ নেই,
ফেলে আসা জীবনের এতকিছু ভূলে গেছে মন,
তবু আজও কেন ভূলেনা, তার ঐ মোখখানা, অ দুটি নয়ন আর প্রিয় ঐ একখানা নাম ॥
একদা আমার কাছে ছিল যে জন,
হেন মূল্যবান, যেন তারচেয়ে কমদামী মম এ জীবন,
পথ চেয়ে বসে রয়েছি, শেষে বিবাগী হয়েছি, যার লাগি সয়েছি আমি এত অপবাদ ও বদনাম ॥
কিছু দিতে, কিছু নিতে যদি রহে অন্তরায়,
শুনিতে বলিতে দোষ কি, কত কিযে জানিতে মন চায়,
শুধু কথা বলা আর,
সেই সুযোগে এক পলকের তৃষিত এই চোখের দেখার,
আহারে কেমনে বুঝাব আমি যে তাহারে কত মূল্য তার,
দোষ কি তাতেও যদি, আবার বহে শুকনো এ জীবন নদী, নাহয় ক্ষনিকের নগন্য এক বন্ধু হলাম ॥
কতযে না বলা কথা,
মনেতে লুকানো কত অজানা ব্যাথা,
না পেলাম মনের ঐ মানূষটারে,  
কেউ কি ইচ্ছে করে, বলো এ জগতে হারে,
কত সাধ ছিলযে আমার, হবো আমি তার আর কতকিছু দেবার তারে,
এ বুক কি আর কভূ ওরে, ভরে নিতাম শূন্যতার হাহাকারে, যদি আমি ওগো তা করিতে পারিতাম ॥