লাল শাড়ী পরে, পূরান টিনের ঘরে, কবে যাবে মোর বাড়ীতে ॥
অ সুন্দরী,
কি হবেরে আর বড়াই করি,
বয়স কুড়ি হলেই, তুইযে হবিরে বুড়ি,
করিস না বাপের ধন আর ঐ রুপ যৌবনের বাহাদুরী,
শেষে বয়স চুরি, যখন আর বসন্ত নাই,
দেখিবে সবাই, লয়েছে মোখ ফিরাই, দিয়েছে আড়ি, কি তখন করবি পারিতে ॥
চাই এমন মানূষ একজন,
আছে যার, সুন্দর একটা মন,
প্রয়োজন যে হবে রংগী সংগী সারাক্ষণ,
এই দুইজন, স্নেহ মায়ার বাঁধনে বেধে মোদের দুটি মন,
সুখ দুঃক্ষটারে, লই ভাগাভাগি করে, বন্ধু হই, হই সংসারী, নাহলে হবে শেষে হারিতে ॥
রসের নাগর,
প্রেমের সওদাগর,
তর যৌবনের সুজন মধুকর,
হয়ে তুই বধূ আমি বর, আয় বাধি ঘর,
একদিন না একদিন,
শোধিতেই হবে, রাজা আর বাবামায়ের ঋন,
ওরে যেতেই হবে তোরে, এই ঘর ছাড়ি, চড়ে মইষের গাড়ী, পরের বাড়ীতে ॥
এখনই রিক্সায় কিবা পায়ে হেটে চল,
কোন্ কর্ম্মে কার নসিবে ঘটে কোন ফল,
সময় থাকিতে চাই সবকিছুতে দেমাগের দখল,
কেজানে কার কপালে কি লেখা হয়,
মনের নাম মহাশয়, মনেতে সহালে শরীরেও সয়,
যদিরে হয় এমন, সারাটা জীবন, আর না পারিস চড়িতে কখনও এমন গাড়ীতে ॥
আবু হকে বলে,
বীজ ভাল হলে ইতো ভাল ফসল নাহি ফলে,
কেজানে কবে, তাড়াবে তরে সলা করে সবে, বাপের বাড়ী হবে তোকে ছাড়িতে ॥
ঘরে কিছুর অভাব নাই,
সুখের ভাবনা কি বলোনা তাই,
তব মন ভরাব উঞ্চ মধুর সোহাগে জড়াই,
দেবো সোনার মাদুলী গলে, রুপার কোমড়ের বিছা আর নূপূর পায়েতে গড়াই,
যাদুর নেশা সারা গায়েতে ভরাই, খুশী আর হাসিতে, ভেলার মত ভাসিতে ভাসিতে, দেবো জীবন কাটাই,
সুখ সেতো কপালের লিখন,
যায়না দেওয়া কেড়েও নেওয়া কিবা তা খন্ডন,
বিষাদে ফাসিবে, নাহলে সুখ আপনি আসিবে যদি তা থাকে তব রাশিতে ॥
যে দেয় পাহাড় সমান ধন,
যত আলো ভালো সুখ ও বিনোদন,
লাগেনা তার সারা দুনিয়ার এক নিমেষের ক্ষণ,
করিতে হরণ, পলকের সাধন, ভরন ও পূরণ সমূলে নিধন কিবা তা কাড়িতে ॥
অন্নদাতা রেখেছে কার অন্ন,
ঐ চরনে পড়, আরাধনা কর, তার করুনার জন্য,
কেজানে, বিধাতা তার বিধানে, ঐ খেলা বুঝা ভার, কার ভাত রেখেছে কার হাড়িতে ॥
বড়লোক বাপ দাদার,
ভোগ বিলাসিতা আদল আকিদা ছাড়,
কি সুখ বেদনে, দেখনা কেমনে, জীবন যায় কার,
দেখিতে জানিতে আয়, অল্প আয়ে যারা বাঁচে চলে খায়, সাধারন ঐ মানূষের সারিতে ॥
কারো ভাগ্যে থাকিলে,
মূল্যবান যা পাওয়া য়ায় ছাইয়ের টালে,
আবু হকে বলে ভাই, নাইরে তাহা নাই বিশাল ধনের কাড়িতে ॥
না থাকিলে মন তারে কেমনে বুঝাতাম,
এ মোর প্রেম নিবেদন, শুভ বিবাহের পয়গাম,
হারালে মোরে, বিভোর নেশার ঘোরে, বুঝিবে শেষে পরে কি ছিল মোর দাম,  
অর্থবিত্ত আমার, নাহয় নাইরে তেমন,
শুনিস নি লোকে যে বলে, বিদ্যা অমূল্য ধন,
ধন আজ আছে কাল নাই, জানিবে ইতিহাস করিলে পঠন,
রাজ্য ছাড়ি রাজায় হয় ভিখারী, আর মালী বেটা তার হয় মহাজন,
যূগেযূগে এ সমাজে কেউ পায়, কেউবা হারায়, ঘটে এমন কত মহাবিবর্তন,
কেনরে তর ধরেনা মন, বলনা আসলে তার কি কারন, তবে কি দোষ আমার ঐ, গালভরা কালো দাড়িতে ॥