অ প্রজাপতি, অ প্রজাপতি ॥
তোর পাখনায় এত শোভা কত রঙ অপরুপ ছবি আঁকা,
সারাদিন উড়ে উড়ে দেশ জুড়ে ঘূরে ঘূরে ক্লান্ত হয়নাকিরে তোর দুটি পাথা,
বেশীক্ষন বসে থাকা যায়না,
পড়ে থাকা কত কাজ পরিবারের কত শত বায়না,
তাই বুঝি খাবার আর কাজ খুঁজি, নেই তোর ক্ষনিকের বিরতি ॥
বারান্দায় উড়ে যায় আসে,
জড়তাহীন দুখানা ডানায় ভেসে বাতাসে,
খুশীর নাঁচন আছে, টবের ফুল গাছে এখানে সেখানে আশেপাশে,
একটু বসে দেওয়ালে ক্ষানিকটা জিরায়,
ঘরের ভিতরে পায়চারি করে, এলোপাথারী ঘূরে বেড়ায়,
ইচ্ছে হলেই, আবার কাউকে না বলেই, নিমেষে উড়ে চলে যায়,
চুপচাপ বসে থাকে ফুলে মধু পেলে খায়, এই আনাগোনা, অনেক দেখাশেখা চেনাজানা, করেনা কারোও কোন ক্ষতি ॥
কিছু দেয়, কিছু নেয়, অজানায়,
আলতো ছোয়ায় বারবার ছুয়ে যায়,
মনেহয় যেন দুষ্টুমিতে সোহাগের চুমো খায়,
এটা ওটা যেটা আর যেখানে যখন তার মন চায়,
নেই সবুজ, মানূষ অবুঝ, কেনরে বনানী ছেড়ে ঘন বসতির এলাকায়,
যেথা সকলে মিথ্যে বলে, আঁকাবাঁকা পথে চলে, মূখোশ পড়ে ঘূরে বেড়ায়,
আছে সুখ শোভা সৌরভ অনটন, লোভ মোহ ভাবনা পেরেসানি তাড়না আর দায়,
গেলিনা কেন আর কোথায়, আমিযে অসহায় আছি বড় দীনতায়, কি দেবো আমি খেতে তোমায়,
আসিতে মোর আংগীনায়, কি আছে হেথায়, কেনরে হলো তোর এমন মতি ॥
ওরে আজিকে তোর সংগী কই,
একাকি কেন, আমিযে তোর ভাবনায় কাতর হই,
সাধ মোর মনে, তোর সনে ভাই আমারে একদিন যাবিনি লই,
কাছে দূরে অরুপ শোভন শোভা নয়ন ভরে,
দেখিতে অদেখা এ বিশ্ব ভূবন উড়ে উড়ে ঘূরে ঘূরে,  
আমার প্রিয় সংগী হতে, সুখে দুঃখে মোর পাশে রহিতে, হবে কিরে তোর সময় ও সুমতি ॥
দিনের শেষে, এই পড়ন্ত বিকেলে এসে,
হলো শুরু ভিন্ন সফর অচেনা অজানা অন্য দেশে,
সব হারিয়ে শূন্য হাতে, গহীন সে আঁধার রাতে কাঙালের বেশে,
জানিনা শেষে কি হবে উপায়,
যদি রাজায় সুদাসলে তার আপন পাওনা চায়,  
তার সকল নেয়ামত দান ও উপহার,
নেয় কেড়ে দুদিনের দাদন ধার, যখন কেউ কিছু রবেনা আর,
ত্রিভূবনে আপন আমার, জানিনা কি আছে কপালে, পড়িব কোন হালে, তখন ঐ নিদানে হবে কোন র্দূগতি ॥  
তোর নাইরে ভাই, আমার আছে অনেক দায়,
যার হয়নি আদায় দুনিয়ায়, আখেরাতে তার কি হবে উপায়,
জানিনা ঐ মহারাজায়, অধম তার গোলামের কাছে যেন সে কিবা চায়,
তার করুনায়, এই অভাগায় যদিরে ক্ষমা নাহি পায়, জানিনা শেষে হবে কোন সে রায়, দেন শাহানশায় আমার প্রতি ॥
হে মহাবিশ্বপতি,
মহারাজ্যের মহাজন মহাস্থপতি,
লালন পালন সৃজন নিধন মালিকানা বসুমতি,
হে মহারাজ প্রজাপতি, তব করুনা ধারায়, যেন কভূ নাহয় রতি,
বিশাল তব মহাপরিবার আর যত অসহায়, কষ্টে দিন যায়, তোমারে খুঁজে বেড়ায়, বেশুমার ঐ গেলামের প্রতি ॥