ভোর হয়েছে জাগতে হবে
ঘুমের সময় শেষ,
বিশ্বব্যাপী জাগছে সবাই
জাগবে আমার দেশ।


ছড়িয়ে দিয়ে সবার গায়ে
স্নিগ্ধ ঊষার আলো,
সূর্য মোদের দ্বারে এসে
সালাম দিয়ে গেলো।


নারী-পুরুষ, যুবক-বৃদ্ধ
জাগবে সর্বজন,
দেশ গঠনের কাজে সবার
শুচি শুভ্র মন।


দেশের তরে ভোর বেলাতেই
ধরবে সবাই হাল,
কাটবে সময় কাজে কাজে
হবে যে বিকাল।


দেশের হয়ে বিশ্ব সভায়
যেতে হবে ভেবে,
লেখা পড়ায় যুব সমাজ
মগ্ন হয়ে রবে।


নতুন নতুন গবেষনায়
মনোনিবেশ চাই,
যুগের সাথে তালমিলিয়ে
এগিয়ে যেন যাই।


সোনার বাংলার সোনার মানুষ
সবাই ভাই ভাই,
দেশের তরে সকাল-সন্ধা
মোরা খেটে যাই।


ভালোবাসা ছড়িয়ে দিব
সব মানুষের মাঝে,
দেশের কথা রাখবো মনে
মোদের সকল কাজে।