সভ্য দুনিয়া অবাক হলো,
মায়ানমার কি কাজ করলো?
নিজের লোকদের নিধন করলো।


অস্ত্র হাতে ঘরে ঢুকলো,
পুরুষদেরকে মেরে ফেললো,
নারীদেরকে ধর্ষন করলো,
শিশুদেরকেও খতম করলো,
বৃদ্ধ-বৃদ্ধার জীবন নিলো।


মায়ানমার নিষ্ঠুর হলো,
মানবতা লজ্জা পেলো,
মনুষ্যত্ত্ব মুখ লুকালো,
বিশ্ববাসী অবাক হলো,
কারো বুঝে নাহি এলো,
নিজ পায়ে কেন কুড়াল মারলো?


মায়ানমার একি করলো?
আপনজনকে পর বানালো,
জাতির মুখে কালি লাগালো,
পশুত্ত্বকে উস্কে দিলো,
সভ্যতাকে ভয় দেখালো।



মায়ানমার নির্বোধ সাজলো,
বিশ্ব সভায় মিথ্যা বললো,
না-জানার ভান করলো,
ভাল সাজার চেষ্টা করলো,
নিজের পায়ে কুড়াল মারলো,
ঘৃনা আর ধিক্কার পেলো।  

পাপের ফল শোধ দিতে হয়
জ্ঞানী লোকে বলে,
কলংকের দাগ লেগে থাকবে
মায়ানমারের কপালে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী
জাতির পিতার কন্যা,
“মানবতার মাতা” তিনি
জননেত্রী শেখ হাসিনা।


রোহিংগাদের আশ্রয় দিলেন,
চিকিৎসা আর খাবার দিলেন,
বিশ্ববাসী এগিয়ে এলো,
সাহায্যের হাত বাড়িয়ে দিলো,
বিশ্ব এবার নূতনরুপে
বাংলাদেশকে দেখতে পেলো।


শেখ হাসিনার চলার পথে
মানবতার আলো পাবেন,
বিধাতার দয়া নিয়ে
অবশ্যই তিনি জয়ী হবেন।