স্বাধীনতা মানে কি একটি সুন্দর পতাকা ?
স্বাধীনতা মানে কি একটি সু-লিখিত শাসনতন্ত্র?
স্বাধীনতা মানে কি একটি জগৎ বিখ্যাত জাতীয় সংগীত ?


স্বাধীনতা মানে – মানুষের মত বেঁচে থাকার গ্যারান্টি,
স্বাধীনতা মানে – কৃষক পাবে চাষের জমি, হালের গরু, পানি, সার আর বীজ,
স্বাধীনতা মানে – শ্রমিক পাবে ন্যায্য বেতনে কাজ,
স্বাধীনতা মানে – বাজার সিন্ডিকেট করবেনা শোষন,
স্বাধীনতা মানে – সকলেই চিকিৎসা পাবে, চিকিৎসক হবে রোগীর আপন,
স্বাধীনতা মানে – সকল শিশুর শিক্ষা পাওয়ার নিশ্চয়তা,
- শিক্ষা নীতিতেই রবে বিজ্ঞান, প্রগতি
নৈতিকতা আর বৈষম্যহীনতা


স্বাধীনতা মানে – সম্পদের হবে সুষম বন্টন,
স্বাধীনতা মানে – কাহারো হাতে জমবেনা সম্পদ পাহাড় সমান,
স্বাধীনতা মানে – সমাজ হবে দুর্নীতি আর সন্ত্রাস মুক্ত,
স্বাধীনতা মানে – ছাত্র সমাজ হবেনা রাজনীতিতে বিভক্ত,
- ছাত্র সমাজ হবে সত্যনিষ্ঠ ন্যায়ভক্ত,
স্বাধীনতা মানে - নেতা হবে সত্যবাদী, নীতিবান,
- নেতা হবে লোভহীন দেশপ্রেমে অজ্ঞান,


স্বাধীনতা মানে - দেশ চালক হবে জাগ্রত বিবেক, স্বজনপ্রীতি বর্জিত,
- দেশ চালক হবে ন্যায় প্রতিষ্ঠায় শক্তহস্ত,
স্বাধীনতা মানে – সকল নাগরিক আদালতে পাবে ন্যায় বিচার,
স্বাধীনতা মানে – উকিলের প্যাঁচে কৃষক হারাবেনা চাষের জমি, বাড়ীঘর,


স্বাধীনতা মানে – উপকূলের লোক মরবেনা সাগরের জোয়ারে,
– উপকূল বাসীর রক্ষাপাবে জমি, থাকবে নিজের শক্ত ঘরে,
স্বাধীনতা মানে – নদী ভাঙ্গা মানুষ থাকবেনা শহরের বস্তিতে,
– নদী ভাঙ্গা লোক ফিরে পাবে ভূমি আবার থাকবে নিজ বাড়ীতে,


স্বাধীনতা মানে - গোটা পৃথিবী দেখবে আমরা সভ্য জাতি,
স্বাধীনতা মানে – পৃথিবী পাবে আমাদের কাছে জ্ঞানের বাতি,


স্বাধীনতা মানে – পৃথিবীতে মাথা উঁচুকরে থাকা,
স্বাধীনতা মানে – সময়ের ক্যানভাসে জ্ঞানের আলপনা আঁকা,
স্বাধীনতা মানে – অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ বিনির্মান,
স্বাধীনতা মানে – ভূলেও কখনো জাতিকে করবেনা অপমান,
স্বাধীনতা মানে –অন্তরের আলো, পথের দিশা, কপালের রাজ টিকা
চিরঅম্লান।