স্বাধীনতা তুমি চির বিস্ময়
চির অম্লান চির অক্ষয়।


স্বাধীনতা তুমি চির উজ্জ্বল
চির সবুজ চির নির্মল।


স্বাধীনতা তুমি অবিচল লক্ষ্যস্থির
তোমার উচ্চতা হিমালয় দেখে
উর্ধে তুলে শির।


স্বাধীনতা তুমি চির বহমান ঝর্না
ছন্দে-তালে-রুপে অনন্যা।


স্বাধীনতা তুমি মহাসাগরের
স্ব-গর্জনে বহমান ঢেউ,
অশুভ শক্তির ভীতি তুমি
তোমায় রুধিতে পারেনা কেউ।


স্বাধীনতা তুমি আটলান্টিক
তুমি প্রশান্ত তুমি বাল্টিক
তুমি মেরুর তুষার পাহাড়
তুমি কঠিন শিলা পাহাড় ”রকির”।


তুমি ভোরের সহাস্য সূর্য
রাতের মৃদু জোছনা,
তুমি বিদ্রোহের অগ্নিস্ফুলিংগ
দেশ প্রেমের অমর মূর্চ্ছনা।


স্বাধীনতা তোমার জন্য রেখেছি আমরা
লক্ষ জীবন বাজি
অট্ট হাসিতে লুটাইছে দেখ
আকাশের তারকারাজি


মহানেরা সব মহান হয়েছে
তোমার মহত্ব নিয়া,
লক্ষ শহীদ অমর হয়েছে
তোমারে আনতে গিয়া।


তুমি আলো ছড়ালে পরে
সূর্যের আলো আসে,
তোমার হাসি ফুটলে তবে
পূর্ণিমার চাঁদ হাঁসে।


ফুটন্ত ফুলের অমলিন হাসি
পাখির কন্ঠের গান,
আনন্দভরা জীবন প্রবাহ
সবই তোমার দান।


স্বাধীনতা তুমি সকল কাব্যের
অমূল্য সমাহার,
কবির কবিতায় শিল্পীর কন্ঠে
ছন্দ দিয়েছ ধার।


যাদের রক্তে তোমারে পেলাম
তাদের স্মরন করি,
জীবন মোদের ধন্য হবে
যদি তোমার জন্য মরি।