এখানে চাঁদ উঠেছিল এক বোশেখি সন্ধ্যায়
নদীর জল ছিল উত্তাল, হয়তো কিয়ৎ পরেই
ডাকবে বাণ, স্বপ্নের ডিঙি বেয়ে
মাঝি ছুটে যাবে অজানায়-
চোখে তার ২১ বসন্তের জমানো ক্ষুধা
শুকতারার সঙ্গে  হবে গল্প, তারারা নেমে আসবে
জলের ওপর, হাসি হাসি মুখ
অভুক্তের মতো তাকিয়ে রবে নাবিক
অপলক দৃষ্টি। কেটে যাবে কাল মহাকাল
সব ভুলে এই মোহকাল কতকাল  থেকে যাবে
থেকে যাবে আত্মায়, বুকের অলিন্দে
রক্তকণিকায়, নিউরনে
তারপর ঝাঁকুনি দিয়ে বার বার জানান দেবে
তুমি আর আমি
শুধু দু’জনা
আর কেহ  নাই।
..................................
০২-০৩-১৫
ঢাকা