একলা বসে একলা ভাবি একলা থাকা যায় না
অমনি তুমি আমার সামনে আমার প্রেমের আয়না!
আমি যখন কাব্য লিখি তুমি আমার ছন্দ
তোমার রূপে চোখ বুঁজে যায়- আমি কি আর অন্ধ!
কষ্টে যখন নীল হয়ে যাই আকাশ হয়ে তুমি
কষ্টগুলো ধারণ কর ভালবেসে চুমি!
আমি যখন হাসতে থাকি তুমি তখন ফাগুন
চারদিকেতে ফুল ফুটে রয়- বন বনান্তে আগুন!
তোমার চোখের হরিণ মায়া জাদুর নেশা জানে
সকাল সন্ধ্যা রাত্রি বেলা শুধুই কাছে টানে!
তুমি আছ আমি আছি তাইতো ফাগুন লাল
আমায় তুমি, তোমায় আমি হলেম বেসামাল!
দূর বাগানের পরাগরেনু ফুলের গায়ে মেখে
নতুন একটা স্বপ্ন বাড়ে, তোমায় আস্থা রেখে!
এই তো আছি ভাল আছি ্ঊনিশ বছর ধরে
তোমায় যেন কাছে পাইগো আমার মৃত্যু পরে!!!
............................
১৪.০৩.১৫
ঢাকা, বাংলাদেশ