বাদু বাবু গান গায়
হাদু দেয় তাল
সুর নাহি মেলে কভু
শুধু জঞ্জাল।
মৃদু ডেকে বলে বাদু
আয় কাছে হাদু
একদমে দেই বলে
সুর তোলা জাদু।
টুং টাং সুর তুলে
দিতে হয় টান
নইলে কি বাঁচে বল
গায়কের মান!
তারপর যেই বাদু
ধরে দিল গান
আছাড়ি পাছাড়ি করে
শ্রোতাদের প্রাণ।
চেয়ার ভেঙে শ্রোতা
চিৎ হয়ে পড়ে
গানের কথা ভেবে
কাঁপে থরে থরে।
....................................
১৯৮৬ সালে নবম শ্রেণীতে পড়া অবস্থায় লেখা। প্রকাশিত হয় বাংলাদেশের শিশু একাডেমির ‘শিশু’ পত্রিকায়।