হয়তো কিছু পরেই নেমে আসবে সন্ধ্যা
রাত আর দিনের সঙ্গমে স্তব্ধতা নেমে আসবে
তাই বুঝি সব পাখি এখন ফেরে ঘরে
গোধুলির সাথে করে সখ্য শিহরণ হয়ে ওঠে
ক্লান্তিকর রাত
আস্তে আস্তে আধার নামে
প্রজাপতি, ধানশালিক সবাই স্তব্ধ হয়ে গেছে এখন
দূরে কোথাও আকাশের এক কোণায় তারপর
তাকে নিয়ে আমরা মেতে উঠি
কবির কবিতায়, প্রেয়সির নিটোল শরীরে প্রকাশ পায়
না দেখা সেই সঙ্গম আনন্দ
সে আনন্দেই প্রতিদিন সন্ধ্যা নামে
বাধাহীন সঙ্গমে মেতে ওঠে দিন আর রাত।
.........................
ঢাকা, বাংলাদেশ