বাড়ির কাছে এক শান্ত নদী
উছলায়, উতলায়, ঢেউয়ে ঢেউয়ে ফেনায়িত হয় পাড়
মাছরাঙা এক বসে আছে দৃষ্টি তার স্থির
ঝোঁপ বুঝে কোপ মারে, নদীর পানিতে নাড়া দিয়ে
তুলে আনে চকচকে চটার মতো পুঁটি মাছ
নদীর পানিতে শিহরণ. কেঁপে কেঁপে ওঠে
পাশের গুল্মলতারা শিরশির করে নাচন তোলে
তার মাঝ দিয়ে এক মাছরাঙা বিলি কেটে
চলে যায়, নদী লাজুক হয়ে ওঠে
খুলে দেয় সব গিঁট, সব বাঁধন, বরষার মতো
ফুলে ফেপে ওঠে, এ নদীতে  হাল ধরতে ওস্তাদ
পরাণ মাঝি, শক্ত হাতে হাল ধরে, পাল তুলে মনের আনন্দে
ছুটে যান ত্রিবেণীর ঘাঁটে। মাঝি নৌকা থেকে নেমে
সবুজ ঘাসের ওপর সটান শুয়ে রোদ পোহায়
আর ভাবে- দুনিয়াটা এত মজার কেন!
............................................
২২.০৩.১৫
ঢাকা, বাংলাদেশ