কষ্টগুলো এত কষ্ট কেন
বুকে যখন কষ্টের পাথর চাপে, শ্বাস বন্ধ হয়ে আসে, তখন
কাঁদতে চেয়েও কাঁদতে পারি না। কষ্টগুলো এত
জটিল- বিমূর্ত গণিত যেন, অনুভবে আছে
কাউকে দেখানো যায় না, কষ্টগুলোয় অশ্রু নেই
পৃথিবী থেকে হারিয়ে গেছে অক্সিজেন?
চারদিকে শুধু গুমোট অন্ধকার, আকাশে কালো মেঘ
বজ্রপাতের শব্দ হয়- তাকে ছোঁয়া যায় না
আহা রে কষ্ট! পাশেই পড়ে আছে পাগলা পানির বোতল
ছুঁয়ে দেখতেও ইচ্ছে করে না। কষ্টগুলো তুই এত কষ্টের কেন রে!
পাওয়া-না পাওয়ার হিসেব মেলে না কোনদিন
তারপরও কেন বার বার পুরনো ঘায়ে খোঁচাই
আমি জানি না, কিচ্ছু জানি না।
শুধু জানি বেঁচে আছি- জোনাক পোকার মতো
ঝড়ো রাতে আছড়ে পড়ছি কোথায়, কোন বাদাড়ে
একবন থেকে আরেক বনে, মাঠ থেকে দূরের মাঠে
পানির তোড়ে ভেসে যাই, আছড়ে পড়ি ছিন্নভিন্ন ভাঙা এক কুটিরে
পদতলে পিষ্ট হই, প্রেয়সির জানালায় দমকা বাতাসে আছড়ে
পড়ে- নিহত হতে চাই। আমার ঠাঁই হয় না
অট্টালিকায়। বনের, গেঁয়ো আমি শুধু কষ্ট নিয়ে বেঁচে থাকি
কষ্ট এত কষ্ট কেন রে!!!
............................................
২৮.০৩.১৫
ঢাকা, বাংলাদেশ