তোমার উষ্ণ ঠোঁট, দীঘল চুল, বাসন্তি শাড়ি
বিমোহিত করে নববসন্তের কোকিলকে- পথ ভুলে সে
উড়ন্ত চুমু ছুড়ে দেয়, ভালবাসার ঘ্রাণ ছড়িয়ে দেয়
সারাটা চুলে, ধরে রেখ- এই চুমু, যদি আর
দেখা না হয় বন্ধু! আবার পনের বসন্ত পরেও
লাল গোলাপের মতো ফুটবে এ চুমুর পাপড়ি
সেদিন আর কেহ না জানুক- ভুলে যেও না
মনে রেখ- কোন এক বসন্ত বিকেলে
যখন তুমি আলিঙ্গন করছিলেন বসন্তের হলুদ সন্ধ্যায়
তখনই
ঠিক তখনি উড়ে পড়েছিল
উড়ে পড়েছিল এক বাসন্তি চুমু
উষর মরুর বুকে এক কণা বালু যেমন
পথ হারায়, তেমনি হয়তো হারাবে- অথবা
লুকিয়ে থাকবে তারই মাঝে- হয়তো তারই মাঝে
ওই লাল ঠোঁটের এক কোণে ধরে রাখবে
একটুকরো চুমু
সেদিনই হয়তো ফুটবে আমার কষ্টের গোলাপ।
........................................
মোহাম্মদ আবুল হোসেন
ঢাকা, বাংলাদেশ
২৭.০৪.১৫