গলে যাচ্ছে রাজপথ, নিরেট পাথর
থর থর কাঁপছে আকাশপাড়ের বাড়ি
গলে কি পড়বে তাসের ঘরের মতো?
এই শহর, সভ্যতা
সবই আজ অভিশপ্ত আগুন হাওয়ায়
মাঠের পাড়ে দূরের গ্রামে মরিচিকা করেছে গ্রাস
জ্বলছে সব- মাটি, পানি, বাতাস, সবুজ ঘাস
সবই গলে যায় উত্তাপে এই খর গ্রীষ্মে
শুধু গলে না তোমার মন!!
..................................
মোহাম্মদ আবুল হোসেন
ঢাকা, বাংলাদেশ
১লা জুন’১৫