অবিরাম বারিপাত, ক্ষেপেছে নদী
কোনমতে
      পাড়ি দিতে পারি আমি যদি-
ওপাড়েতে বসে আছেন তিনি আমার মা
        চোখের ভাষা তার তুমি জান না?
সেই চোখ খোঁজে মা’র স্নেহের ধন
তারে রেখে ইটের ভাঁজে
                    থাকে কোন জন?
তাই মেঘ বৃষ্টি জমে থাকা গাড়ি
সব কিছু পিছু ফেলে ছুটে যাই বাড়ি।
আমাকে দেখে মা’র মুখ ভরা হাসি
এই হাসি চিরদিন আমি ভালবাসি।
বাবা ব্যস্ত ভীষণ, ছেলে তার আজ
   বুকের কাছে খুব, তিনি মহারাজ।
ছুটে যান বাজারে, এখানে ওখানে
কিযে খুঁজে ফেরেন কেবা তা জানে!
এই সুখ, ভালবাসা, আর কোথা পাই?
বাবা-মার মতো আর পরম কেউ নাই।
...............................
ঢাকা
১৬.০৭.১৫