আমি এখন রাঁধব না
খোঁপায় চুল আর বাঁধব না
কষ্ট পেলেও কাঁদব না
বেসুরো গান সাধব না
গুমোট হয়ে হাঁটব না
ঘোমটা মাথায় রাখব না
                      কার কি বলি তাতে
নিয়ম কানুন মানব না
কষ্ট তোমার জানব না
পাওনা পেতে হানব না
তোমার বারণ শুনবো না
না পাওয়ার দিন গুনবো না
এলো চুলে ঘরে বসে থাকব না
                   লাগবে আঘাত আঁতে!
লাগুক না
এখন আমি তোমার কেনা
দাসী না।