এই রাত যদি দীর্ঘ হয়
তোমাকে পাওয়া কঠিন হবেনা হয়ত নিশ্চয়।
এই হাত দু'খানা মেলে
তোমাকে যাবো বলে
ওগো মালিক আমার
সব প্রশংসা তোমার
কী চাইছি আমি তা তোমার অজানা নয়।


এই চোখ দু'টো জলে ভরে ভরে
তোমাকই স্মরে স্মরে
নির্ঘুম রাত ঘুমিয়ে আমায়
জনাবো সব কিছু তোমাকে আমি প্রার্থনায়,
আমার কলবে যেন তোমারই কথা কয়।
এই রাত যদি দীর্ঘ হয়।


আমি সূর্য চাইনা দিনের ভোরে
রাতের আঁধারে চাঁদের আলোয় ভরে।
আমি ক্লান্তি চাইনা ক্লান্তিতে আর,
আমি হয়ে যেতে চাই শুধুই তোমার।
আনন্দের ধারায় নিরানন্দদের হয় যেন ক্ষয়।
এই রাত যদি দীর্ঘ হয়।


২৮/১/২০১৭