আল্লাহর পথে থাকা বন্ধুটি আজ
মৃত্যুর কারাগারে বন্দী
শোষকের হাতিয়ার প্রতিদিন করছে করাঘাত
আল্লাহু আকবার বলে মুজাহীদ করে প্রতিবাদ
গাছের পাতা ঝরে ,পাখির কলরব থেমে যায়
শাসকের চাবুক থামেনা যে হায়
অর্থ সম্পদ জৌলুসের বিনিময়ে তবু করেনিতো সন্ধি।।
পা গুলো দিয়েছে ভেঙ্গে,হাত করেছে নিসাড়
যুদ্ধের দামামা বাজে তবু তার বুকে নিয়ে বেদনার পাহাড়
কুরানের পথ থেকে সরে গেলে
মুক্ত বিহঙ্গ বানাবে তাকে সব কিছু ছুঁড়ে ফেলে
শীষা ঢালা ইমান শুনতে চায়না কোন ফন্দী।।
আল্লাহর পৃথিবী যেহেতু পরীক্ষার কেন্দ্র তাহার
ইমানী পরীক্ষা তাই এখানে দিতে হবে বার বার
তবু সেই পথ ছাড়বেনা কোনদিন
খোয়াইব হাঞ্জেলা সা'দ মুজাহীদরা হয়নিতো লীন
বেহেস্তী গুলবাগিচা থেকে ভেসে আসে ফুলের সুগন্ধী।।
আল্লাহর পথে থাকা বন্ধুটি আজ মৃত্যুর কারাগারে বন্ধী


(মিশরে একজন নেতার ফাঁসির আগে তাঁর স্ত্রীর সাথে সংলাপের বিষয় নিয়ে গানটি রচনা)


27/4/2019