মাহে রমজান এলো মাহে রমজান
পাপ তাপ ধরা থেকে হবে অবসান
পুণ‍্যের বারাকায় ভেসে যাবে পাপ
কন্ঠ কোরাসে গেয়ে যাবে সেই গান---
মাহে রমজান এলো মাহে রমজান।।
বিশ্বাসী মানুষেরা মাথা নত করে
মাফ চায় গোনাহ হাত তুলে ধরে
চোখ গলে অশ্রুতে ভাসে চিবুক
বেদনারা গলে গলে হয়ে যায় ম্লান----
মাহে রমজান এলো মাহে রমজান।।
এই মাস খোদা তাআলার সেরা অবদান
নিজ হাতে দিবেন তিনি বান্দাকে উপহার
মমতায় গলে যাবে যত সব রাগ বিরাগ
স্নেহের বারি দিয়ে স্নান করে দিবে আবার।।
জেগে ওঠে এই মন ভালোবাসা বিশ্বাসে
রহম দয়া খুঁজে মন যে প্রতি নি:শ্বাসে
ফরিয়াদের হাত ওঠে রাত্রি নিশি ভোরে
বুক ভাসে চোখের জলে শুকায় ক্ষত স্থান------
মাহে রমজান এলো মাহে রমজান।।


২৪|২|২০২২