ঐ ফুল বনে পাখি,
আনমনে ডাকি ডাকি চন্চু তে চুৃৃৃষে নিচ্ছে মধু।
ক্ষুধা -তৃষ্ণার জ্বালায় ঝেঁকে ঝেঁকে তারা,
ফুলের বৃন্তকে উপড়ে ফেলে
বের করে নিচ্ছে সকল নির্যাস।
কিন্তু কৃতজ্ঞতায় প্রশংসা আল্লাহর তাআলার।
যে তিনি ফুলবৃক্ষ দেয়াতে
ওরা আজ ক্ষুধা তৃষ্ণা মেটাতে পেরেছে।
ফুলের বাগান তার অবয়োয়ব সৌন্দর্য ধারন করছে বলে আল্লাহর প্রশংসা করছে।
অথচ অকৃতজ্ঞ মানুষেরা তা মোটেিই করছেনা
বলে আজ এত ক্ষয় ভয় খরা বন্যা প্লাবন।


OUR SONG /ABUL KHAIR BULBUL
THAT BIRDS ARE IN THE GARDEN OF FLOWErs
CALLING ON THE EUPHORIA.
HONEY IS BEING SUCKED ON THE LIPS.
HONEY -THIRSTY FEATHERS
FLUTTERING THEM.
PULLING OUT THE FLOWER STEMS
AND THROWING OUT ALL THE JUICE.
ALLAH REPEATEDLY PRAISED WITH GRATITUDE.
THEY ARE FULFILLING THE HUNGER -THIRST FOR GIVING FLOWER IN THE TREE.
THEY Praise ALLAH BECAUSE OF THE BEAUTY OF THE FLOWER GARDEN
BUT THE UNGRateful MEN DO NOT DO IT AT ALL.
SO MUCH SOTHAT TODAY DUE TO THE DROUGHT, THE DROUGHT Fear ND FLOOD.
24/8/2017