বিনিদ্রায় আঁকে ফেলা আসা ছবি
বিবর্ন রঙ রঙিন হয়ে আমাকে প্রায়শ
বলে আমার অপরিপক্ক সমৃদ্ধ অতীত
যা জীবনের প্রতিটা মূহূর্তে আমাকে স্মরন
করিয়ে দেয় কেমন ছিলাম আমি
বিরাগতায় ভেঙ্গেছি কত
আহত আশার বাসন
তা এখন সময়ে গুণি
কত কী হারিয়েছি আমি
আমার আত্মজার কাছে আমি
মুখোমুখি হই
অচেনা চেনা প্রিয়তম বস্তুকে
আপনার আত্ম জিঘাংসায়
শুক্লপক্ষে ঝরে কৃষ্ণ পক্ষের ফোটা ফুল
যা সত্যিই আমি চাইনি
একান্তভাবে কোন দিন কোন ক্ষণটে
কিন্তু হায়! আফসোস হয় বারে বারে
আরো সমৃদ্ধ হওয়া প্রয়োজন ছিল আমার,
বিশ্বাস করো আমার কিছুই ছিলোনা জ্ঞান
যা দিয়ে আমি কেরামন কাতেবিন চিনবো
একটা ওলট পালট শিক্ষা
আমাকে আলোর রশ্মি থেকে দূরে বহুদূরে
রেখে আমার আমিত্মকে বিধ্বংস করেছি
প্রকৃত শিক্ষাই পৌঁছিয়ে দিতে পারে
মহান রাব্বুল আলামিনের কাছে
যা উপলব্দি করার সময়
এখনই এখন
কেননা সময়ের শকট ধাবমান
সিংহাসনও চুরমার হয়ে যায়
অসতর্কতায়
তাই আমি ফেরে ফেরে আসি আমার মালিকের কাছে প্রতিটা সময়
কি ফজর জোহর আছর মাগরেব ও এশায়।


১৩/৪/২০১৭