তুমি আমার -
স্বপ্নময় দু'চোখ
যেখানে এঁকে যায় বির্নিমানের
সত্য ও মিথ্যের প্রভেদ,
এক অকাট্য গদ্য কবিতার শরীর
চিৎকারে বলা অবাল্য কিশোর,
রঙিন ফুল, মুকুলি স্নাত আলোর প্রভাত।


তুমি আমার -
আশা ভরা ঠোঁট
উজ্জ্বল হাসি, নিমগ্ন জপমালায়
অপেক্ষমাণ যাত্রীকে খেয়া পার করার
নির্ভীক মাঝি, ঝড়ের রাত্রিরে বলিষ্ঠ পেশীময় পাড়ক।
তীব্র স্রোতের বিপরীতে ও পাড়ে পৌঁছিয়ে
দেয়ার বীর সুবীর।


তুমি আমার-
মুখের হাসি
মজলুমের হৃদয়
কোটি আত্মার স্নেহের পরশ
কুুড়িঁময় শত কোটি কোরক , প্রস্ফুটিত ফুল
ঝিঙে গোলাপ, বেলী শাপলা।


তুমি আমার -
এক মুঠো শীষ
যার সুগন্ধে ভরে মানুষের হৃদয় আর
অনাহারী মনকে স্নান করিয়ে
ভরা য় হৃদয়,
ক্লান্ত চোখে এনে দেয় ভালোবাসার সুখ।।


০১/১০/২০১৮