(বর্মার মুসলমানদেরকে নিয়ে লেখা গান)


কত অশ্রু গড়িয়ে পড়ে
কপোল জানে শুধু
দেখার কেউ নাই জানি
জানে আমার চোখ দুটু
কত ঝরছে পানি
কাউকে কিছু বলার নাই শুধু আল্লাহকে মনে পড়ে ।


জীবনের পথে পথে চলতে গিয়ে
পাঁজর হয়েছে ক্ষত বিক্ষত
আমি তোমাকে ভুলিনি কভু
অমানুসিক অত্যাচার হয়েছে যত
আমি তোমারই পথে অটল রয়েছি তবু
বাঁধিনি গান আমি অন্য কিছু নিয়ে।


ভেঙ্গেছে ঘর আমার বসত বাড়ী
হত্যা করেছে আমার স্বজন
আমি যে দিকে মেলেছি চোখ
কুজন ছাড়া পাইনি সুজন
হাত পা বাঁধা শত শত মুখ
কাউকে কেড়ে রাখতে পারিনি
আমি গর্বিত হই সাহায্য তোমার কাছে চেয়ে।


২৩/১১/২০১৬