বায়সপিঙ দিকে দিকে এখন আর ডাকা ডাকী করেনা,
রাস্তার আর্বজনা খাওয়ার চণ্চু চোখে পড়েনা।
দিগন্তের গোলাগুলির মোহড়ায় ওরা হারিয়ে গেছে,
থাকতে চায়না আর আমার দেশে।
ওরা লুকিয়ে গেছে কেননা মৃত পশু এখন জীবীতরা বিক্রয় করে,
তাই লজ্জায় ওরা গেছে সরে।
মানুষেরা এখন পশুর চেয়ে খারাপ বলে,
ওরা ধিক্কার জানিয়ে সম্মুখে চলে।
ওরা সুখ খোঁজে অরন্যে,
ওখানে তাদের খাওয়া নিতে চায়না কেউ হন্যে।
ওরা এখন মানুষকে পশুর চেয়ে খারাপ ভাবে,
ওরা আল্লাহকে ভালোবাসে তাদের লাভে।
শোকরিয়া আদায় করে তারা তাঁর সত্য,
উড়ো উড়ির সময়ও তাঁর নাম নেয় প্রত্যহ।


০৫/১২/২০১৭