এত সাজ করছ তুমি এই বয়সে
কিসের জন্য? কার জন্য এত এত?
তুমি পৌঢ়া তবু এত প্রকর্ষিত ভাব তোমার!
কত মাখছ রঙ মুখে চোখে আইলেন , বাপরে!
কি ভাব নাই দেখাচ্ছ তুমি দিন মান রাত্রি!
মাসে একেকটা লুঙ্গী,টাইট শার্ট কিংবা শাড়ী পরছ
ভাবখানা এমন যে তোমার প্রতি প্রকর্ষিত হচ্ছে
অনাহারী চোখ কিন্তু মোটেওনা। বৃন্দাবন, তোমার
রুপ চর্চায় যা যায় তা দিয়ে তিথি পরিবারের
একদিন ভালো ভাবে চলে যাওয়ার কথা।
কিন্তু প্রশ্ন এত ভাব কেন ?
তুমি যে এ ডাল থেকে ও ডালে বেয়ে বেয়ে বেড়াাও
তা বুদ্ধী মানরাও বুঝে যা তুমি বুঝনা।
তুমি কি জানো তোমার রঙে রঙিন হয়না কেহ
যদিও নিত্য তোমার প্রকর্ষিত আকর্ষণ
নান্দনিক চোখেরা যেন তোমার প্রতি দুর্বল হয়।
দূর্ভাগ্যবশত অজানারাও তোমাকে জানে
তুমি কেন্দা ফুল। ভেতরে সবই কালো,
সবই ঘুণ, তুমি ঠোল, মরা কাঠ মৃতবৎ।
তোমার যেটুকু শিক্ষা আছে তা দিয়ে তুমি
"আমাজন"বনের কথাতো জানার কথা নয়
আর আমাদের পাশের সমুদ্র সৈকতের দূরতত্ব ও জানোনা তুমি।
স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্তের
কথাও জানোনা তুমি।
কিভাবে ভেঙ্গে ছন্দকে গদ্য কবিতায় আনতে হয় কিংবা কবিতা কোন
খান থেকে শুরু করতে হয বা গানের কয়টি পর্ব থাকে তাও তুমি জাননা।
তুমিনা নিজকে খুব জ্ঞানী ভাবো।
আসলে তুমি কিছুই নয়, কিছুই জানোনা।
সময়ের প্রভাত বলে তুমি শুধু দেহের উপস্হাপনায় পটু।
আসলে তুমি পৌঢ়া গোছালো যৌন কর্মীর মত
বেহুসে হুস হারাচ্ছ প্রত্যহ রাত্রি দিন।


৯/৫/২০১৭