আমার নাকের নাকফুলটা বেচে কাফনটা কিনিস
আমার কাছে এর চেযে দামী নাইরে কোন জিনিস,
আমি এখন বড্ড একা, একা ছিলাম নারে তা (খোকা)
আমি ছাড়া তোর যে খোকা ঘুম আসতনা;
এখনত তুই আমাকে আর মোটেই ভাবিসনা।
আমার কথা একবারো তুই মুখে বলিসনা;
আমার কথা ওঠলে মনে মন্দ বলিস।


খোকা তোর হাঁটুর ব্যাথা এখন কী-আর আছে?
বলবি কীরে তুইত এখন নাইরে আমার পাশে।
জায়গা জমিন হালের গরু সবই বিক্রয় করে
দিয়ে দিছি সবই তোকে উচ্চ শিক্ষা তরে;
তুইত এখন বড় অফিসার, বড় টাকাওয়ালা,
কত মানুষ কত সময় তোকে, দেয়রে ফুলের মালা।
এমপি,মন্ত্রী সবাইর সাথে তুইযে এখন মিশিস।


আমার বড্ড কষ্ট হয়রে এই বৃদ্ধাশ্রমে
এইখানে-ত সবই আছে, পাইনা শুধু তোকে,
তোর কথা মনে পড়লে অশ্রু আমার ঝরে,
এইদিক তাকাই, ওদিক তাকাই নাইরে খোকা ঘরে;
বড্ড আছি ভালো আছি, তুইযে ভালো থাকিস।
২১/৭/১৬


বিঃদ্রঃ বিগলিত সুআত্মারা দিগন্ত বিবর্ন করা এক মায়াময়ী মায়ের করুন আর্ত চিৎকারে ঘুমরি ওঠে হৃদয়ের সব অলি গলি। চোখের জল ধরে রাখার মত নয়; তবু কে শোনে কার কথা? আধুনিক নিয়মের ঝামেলা ফেলা স্নেহময়ী মাকে ওঠিয়ে দেয় বৃদ্ধাশ্রমে আর দিব্যি চলছি আমরা স্বপ্রতিভূ হয়ে। তা মোটেও সঠিক নয়, বউকে লাথী মেরে অন্যত্র পাঠানো যায় কিন্তু মা ও বাবাকে তা মোটেও করা যায়না। আসলে আমাদের কোরান ও হাদীসের নোলেজের অভাবের কারনেই এমনটা হচ্ছে আার কিছু নয়। একজন বৃদ্ধাশ্রমে থাকা মায়ের খোলা চিঠি ফেইস বুকে দেখলাম, তাই অফিসের কর্মব্যাস্ততায়ও গানটি লিখার সুপ্রয়াসী হলাম।