চোখের তারায় তুমি
নির্ভিক সতেজ ভাষণ
প্রজ্জ্বলিত মূর্হমূহ হাতে তালী;
কী অপূর্ব ধ্বনি "নারাহে তাকবির"
নীড় ছেড়ে ধেয়ে আসে সোনালী পাখি
কোটি কন্ঠে শব্দায়িত "আল্লাহুআকবার"।
গর্জে ওঠে সাগর নদী শুকনো জমিন
মায়াবী ভাষণে তোমার।
নিশ্চুপে থাকা ভয়ার্ত বিহঙ্গরা আজ
আনন্দাশ্রুতে ভেজায় কপোল;
চিরায়ত প্রার্থনায় আবেদন শুধু
ছুটে চলছে অবাধাঁয়।
এখানে সেখানে
জননীরা সন্তানের কবরে
প্রিয় হারা প্রেয়সীর চোখে
ঝরছে জল অবিরল।
তুমি এসে তাই
মৃতপ্রায় হৃদ বাগানে
জুইঁ চামেলী হাসনাহেনা ফোটেছে থরে থরে
সেই ভোর বিহান থেকে।


১৫/৭/২০১৮