ভোরের আগে মুয়াজ্জিন গাহে আযাহান,
এর পরে শুনি পাখিদের কলোতান।
তুমি জেগে ওঠে আব্বু, জাগাতে আমায়,
বলতে আমাকে আম্মু নামাজ করো আদায়।
নামাজ পড়লে আল্লাহ খুশি হয়,
মনের আবর্জনা ধীরে ধীরে হয় ক্ষয়।
সতেজ হয়ে ওঠে প্রাণ বরকতের প্লাবনে।


আমি ক্লান্ত হয়ে যখন ফিরতাম স্কুল থেকে,
মামনি"তুমি এসেছো বলে ডাকতে আমাকে।
কত কী লাগবে আমার বলতে সদাই,
আমার সব প্রয়োজন তুমি দিতে মিটাই।
কাঁদতে দিতে না কখনো আমায় তুমি,
বলতে কী লাগবে আমার মামনি।
আমার রক্তে আব্বু তুমি রয়েছ অম্লান।


চারিদিকে এখন পাখিদের কোলাহল শুনি,
দিকে দিকে শুনি আযানের ধ্বনি।
মোক্তবের থেকে ভেসে আসে কোরানের সুর,
সব আছে কিন্তু আব্বু তুমি বহুদূর।
তোমাকে ডাকা আর হলোনা আব্বু আমার
সব কিছুর ভার আল্লাহর কাছে রাখলাম।।
ভোরের আগে মুয়াজ্জিন গাহে আযাহান,
এর পরে শুনি পাখিদের কলোতান।


৩/৪/২০১৭
বিদ্রঃএকটি ছোট্ট মেয়ে তার স্নেহময় পিতাকে হারিয়ে সে তার হৃদয়ের কথামালা অগোছালোভাবে গুছিয়ে প্রকাশ করেছে ফেইস বুকে। আমার কান্নাই আমাকে তার জন্য এই গানটি লেখার অনুপ্রেরনা যুগিয়েছে।আল্লাহ মোমিন ব্যক্তিদের কে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর স্নেহের কন্যাদেরকে শোক সহিবার শক্তি দিন।