ঈদ আসে ঈদ আসে এলো এলোই,
উপছে পড়ছে আনন্দ, পড়ছে কান্নার রোলই।
ভোরবিহানের আযহান শুনি,
মোমিনেরা মসজিদে চলে গেল সময় গুণি।
ফেরে আসতে লা-অলিল্লাহিল হামদ বলি,
কোটি কোটি মুসলমান বলেছে সেই কলি।
কেউ রইল শোয়ে শরীর ব্যাথায়,
গরীবেরা ঠিকই ওঠে সত্য কথায়।
রোজাদার প্রশংসা করে তাঁর,
মনে মনে বলে কাল থেকে দাও রোজা তুমি আবার।
আনন্দে ছুঁয়ে যায় এথায় সেথায়,
অনাহারী দেখিনা কাউকে জ্বালায়।
এ সময় বুকে বুক মিলায় সবাই,
হিংসা ধাকেনা, করে পূণ্য কামাই।
ঈদ আসে ঈদ আসে এলো এলোই,
উপছে পড়েছে আনন্দ, পড়েছে কান্নার রোলই।


২৬/৬/২০১৭