একুশ আমার বাঙলা ভাষার তিনটি বর্ণ
মধুর সুর ভেসে এসে ভরে যায় কর্ণ।
একুশ আমার প্রত‍্যয় দীপ্ত অঙ্গীকার,
দূর করে দেয়া  নির্যাতনের হাতিয়ার।
একুশ দিয়েছে কথা বলার অধিকার,
নিজের ভাষায়  জানা সকল ভাষা বুঝার।
একুশ  আমার  প্রখর রোদে জ্বলা  পেষী,
মা বোন স্ত্রীর গলায় শোভা  অমূল‍্য স্বর্ণ।।
একুশ আমার  আনন্দ বেদনার প্রকাশ,
   নীলিমার রঙ মাখানো ঐ চোখের আকাশ।
অত‍্যাচারির বাক রুদ্ধ করা  কথার বারুদ,
মশার কামড়ে ধরাশায়ী হওয়া নমরুদ।
একুশ আমার মত প্রকাশের স্বাধীনতা,
শিকল ভাঙা  ঐ জনতার পরাধীনতা।
একুশ আমার তোমার হৃদয় রক্ত ক্ষরণ,
জীবন বাজি রাখা শ্লোগান মুখর  পর্ণ।।
একুশ  ভেঙে দেয় যে সত‍্য মিথ‍্যের দ্বন্দ্ব,
সুপথ এনে দিতে বেপথ করে বন্ধ।
একুশ আমার মায়ের স্নেহের চির বন্ধন,
ছেলে হারা বাবা মায়ের নিত‍্য ক্রন্দন।
একুশ শির  উঁচু করে দঁড়ানো শপথ,
স্বাধিকার ফিরে এনে দেয়া সঠিক পথ।
একুশ আমার  শোকর  আদায় করা জীবন,
প্রত‍্যহ বহে চলা জাতি ধর্ম বর্ণ।।
১৮|২|২০২২