আকাশের তারা দেখি আমি
মজে যায় তাই আমার দু'টো আঁখি।
কি রঙ দিলে তুমি আকাশে,
কি যে সুখ দিলে তুমি বাতাসে,
প্রাণের আখরে দিলে তুমি শান্তি আনি।
ভোরবিহানে ডাকা কাকলী
প্রভাতে ফোটে কত মুকুলি,
ভ্রমরের গুন্জনে আহা
প্রকৃতি হয়ে ওঠে আনকোরা।
কি যে মধূ দিলে তুমি তাহাতে,
স্নিগ্ধতায় ভরে যায় মন যাহাতে।
শোকরিয়া আদায় করি
কেননা তুমি আমাদেরকে করেছ দামী।
বিকেলের গোধূলী যখনই নামে,
নীড়ে ফেরে ফেরে সকলই আসে।
বিবর্ন রঙের আবিরের নাও
ছড়িয়ে ছুটিয়ে ভরেছে আমার গাঁও।
কি যে এক আকর্ষণে মন আমার,
তোমাকে খুঁজে হয়ে যাই আমি যে তোমার
প্রশংসায় নূয়ে পড়ে মন
আমার রাত্রি দিনের মালিকের নাম চুমি।
আকাশের তারা দেখি আমি
মজে যায় তাই আমার দু'টো আঁখি।
কি যে রঙ দিলে তুমি আকাশে
কি যে সুখ দিলে তুমি বাতাসে
প্রাণের আখরে দিলে তুমি শান্তি আনি।।
৯/৬/২০১৭