তৃষ্ণায় খাঁ খাঁ মাটির মরুভূমি
পুরো সময় প্রতীক্ষার প্রহর গুণে।
ক'ফোঁটা জলের প্রয়াসে
যা পেলে তৃষিত প্রাণ জেগে ওঠবে।
তাই অপেক্ষার অপেক্ষায় প্রহর কাটে,
দিনের প্রহরে কাঁদে প্রার্থনায়
কিন্তু আশার বৃষ্টি হয় হয় হয়না।
শুধু প্রশংসা আর শোকরিয়া আদায় করে
তৃষিত মরুর মাটি এখন খাঁ খাঁ করছে
ফেরে যায়না বিতৃষ্ণায়, ফেরে যায়না
প্রার্থনাবিহীন দু'হাত।
শুধু অপেক্ষায় কাটে সময়
অসময়ে সময়ের শকটে চড়ে জীবন
চলছে জীবনের অতৃপ্ত শব্দময় হাহাকার,
আর হৃদয়ের না বলা কথামালা কেউ শোনেনা বটে।
তবে আমৃত্যু প্রবাহমান থাকে বহতা নদীর মত
কুলুকুলু শব্দময়তায়।
ব্লুবার নিঃশব্দে ঝরে আঁধার প্রকোষ্টে।
স্নেহের সাথীরা হয়ত বুঝে আর বুঝে বলে
অজিঘাংসু হয় ভালোবাসার বিবর্ন প্লাবনে।


(স্নেহের অনুজ ইব্রাহীম খলিল সুমন এম,এস,সি 'কে উৎসর্গ করা হলো। ও অসুস্হ। আল্লাহ ওকে ভালো করে দিইন। আমিন।)


২৬/৭/২০১৭