জীবনের পথে দেখি কত কান্না,
আমি বলি আর না আর না।
দিকে দিকে দেখি কত আহাজারি,
বন্যায় নিয়ে গেছে কত ঘর বাড়ি।
স্বজন হারানোর ব্যাথায় চোখের পানি আর ধরেনা।।ঐ
হিংসা বিদ্বেষ প্রতিশোধে কত,
ঘুম হয়েছে মানুষ শত শত।
কেউ পে্রেছে কেউ পা্রেনি ছাড়িয়ে আনতে স্বজ্ন তাদের,
অর্থ ও শক্তি ছিলো যাদের।
যারা আসেনি ফিরে তাদের কথা এখন আর কেউ বলেনা।। ঐ
মায়ের কান্নায় এখনো চোখে জল ঝরে,
বৃষ্টি ঝড়ে হয়ত স্ত্রী চলে গেছে বাপের ঘরে।
বোনের ভাইয়ের আফসোসে দেখি,
সত্য প্রাসাদে এখন শরাব সাকী।
বলার ভাষা আর থাকেনা।।
LIFE IS AS SUCH
ABUL KHAIR BULBUL
LIFE IS SUCH AS HOW MANY TEARS
I SEE IN THE WAY OF LIFE.
I DON'T say any. more or not.
I see how much shouting,
LOOK AT HOW MANY HOUSES
HAVE TAKEN HOME.
TEARS OF SADNESS IN THE LOSS OF THE SOUL,
AND NOT THE WAY.
REVENGE OF THE JEALOUS HATE
SOMEONE COULD NOT AFFORD
TO SNATCH THEIR RELATIVES.
THERE WAS MONEY AND POWER
THOSE WHO DID NOT COME BACK
NO ONE ELSE WILL SAY IT YET.
.MOTHER STILL WEEPS IN THE EYES,
THE WIFE HAS GONE TO HER CATHER'S HOUSE.
ON THE SIDE OF SISTER'S BROTHER
I SAW WINE SAKI IN THE TRUE PALACE.


25/11/2017