এই আঁকা বাঁকা মেঠ পথ হরিৎ ক্ষেত্র পেরিয়ে,
ছুটে চলেছি আমরা আমাদের কাফেলা নিয়ে।
কত ঝড় ঝন্জার কবলে পড়ে বার বার,
লক্ষার্জনে তবু চলেছি আরবার।
যে স্বাদ গ্রহন করার প্রয়াসে আমরা আজি,
ক্ষত বিক্ষত হচ্ছি , করছে মৃত্যু পরোয়ানা জারি।
তবু দিগন্তের গোধূলী আনি ,
বেঁধেছি চোখ দু'খানি।
পৌঁছতে হবে টারগেটে তাই,
আমাদের চলার কোন অন্ত নাই।
এই দু'চোখ কতনা কেঁদেছে আমার আমাদের
সেটুকু জানেনা কেহ তু মি আর।
আত্মচিৎকারে ফাটিয়েছি বুক কত বার,
কেহ আসেনি এগিয়ে দেখতে একবার।
তবু আমরা আমাজন থেকে সাইবেরিয়ায়,
প্যাল্যাস্টাইন থেকে সিরিয়ায়
মায়ানমার থেক চিনে
বাংলাদেশ থেকে ইরানে
ধিবমান ছৃটে চলছি আমরা
আমাদের আরত্ কেহ নেই তুমি ছাড়া।
মায়ের ক্রন্দনময় ফরিয়াদ
বোনের আর্তনাদ
বাবার আহাজারীতে ফেটেছে আসমান,
কি হয়েছে তখন এখন সবত তোমাকে জানালাম।


৩/৬/২১৭