"রাত্রির বিরহ বেদনা তুমি
নিঃসঙ্গতায় ফোটা বকুল".।
আকাশের জোছনা তুমি
আঁধার রাত্রিতে চলা আলোর প্লাবন।
নিশিথের হাসনাহেনা তুমি
নিয়ত ছড়ানো সুবাস।
ভোরের কাকলী তুমি
আসসালাতু খায়রুন মিনান নাউম।
গোধূলীর আবির তুমি,
নিড়ে ফেরার সময়ের আভাস।
সন্ধ্যার আহবান তুমি
হৃদয়ে জাগা স্নিগদ্ধ সুঘ্রাণ।
কথায় সুমালা তুমি,
জলে ফোটা পদ্ম ফুল।
আমাদের গর্ব তুমি,
মাস্তল টানা আমৃত্যু সারথী।
সুপথের মশাল তুমি
আমাদের অগ্রজ প্রতিম।
অভোলার আত্মা তুমি
আমাদের অহংকার।
গ্রীস্মের খাঁ খাঁ রোদ্দুর তুমি
প্রশান্তির শ্রাবন ধারা।
ঝড়ে ভাঙ্গা বিধ্বস্ত আবাস তুমি
বিনির্মানে সাহসী বাক্য
ক্লান্ততার শরীর তুমি
মায়ার সুবাধন।
বিতৃষ্ণায় বয়ে চলা সময় তুমি
তৃষ্ণায় পিয়ানো অমৃত পানি।
হতাশায় বিমুগদ্ধ তুমি
প্রত্যাশায় আসা আশার আলো।
যে পথে চলো /চলেছ তুমি
আমরা সেই পথ গামী।
তুমি জান্নাতের সুবাসিত ফুল
আমরা তারই ধারায় অবগাহিত হতে ব্যাকুল।
তোমার নিদ্রা হোক আমাদের
যেমনটি হয়েছো তুমি রাব্বুল আলামিনের।


২/১০/২০১