আমার হৃদবাগিছায় আজ ফোটেছে গোলাপ,
স্নিগ্ধ সুবাসে মন করেছে প্রলাপ।
আনন্দে হারিয়ে যায় মন বারে বারে যেন,
সুখের সাম্রাজ্যে দুঃখ বাতাস বইছে কেন?
দীঘল সময়ে টানা ক্ষণটে আমি,
নির্ঘুম চোখে তোমাকে খোঁজেছি।
এলে বলে প্রতীক্ষার প্রহর গুণে,
অযাচায়াময় হিংসা ও রাগের কথাগুলো না শুনে।
তোমার আগমন এই ক্ষণটে দেখি,
আমি সত্যি আনন্দে নাচি।
জানি সব সময় তুমি ফোটনা,
কিন্তু এই সময়ই তুমি ফুটবে, তাতো বল্লেনা।
তাই হৃদয়ের প্রতিটি শাখায় শাখায়,
পুষ্প মন্জুরিত হয়েছে, ভরেছে মন কানায় কানায়।
আসলে সময় ও জীবন কখন কিভাবে পাল্টায়,
কেউ বুঝেনা, জানেনা বলে আচমকায়।
হঠ্যাৎ এ ভাবে তুমি ফুটবে জানলে আজ,
বিবর্ন রঙের মাঝে তোমার মাথায় পরাতাম তাজ।
কিন্তু তুমি অপ্রতিভু এক ভোরে এসে,
আমায় আনন্দ দিলে নিরানন্দ বেশে।
তবু তোমাকে স্বাগতম না জানিয়ে লাভ কী বলো,
আমার হৃদজমিনে দিয়েছ তুমি আশায় আলো।
দিকে দিকে আজ কিনা জাগে মনে,
স্বাগতম হে গোলাপ মন ও বনে।
তোমার সুবাসেই ভরে, জিয়ে ওঠে মৃত প্রাণ,
কেননা তুমি স্বয়ংম্ভু আল্লাহর দেয়া দান।


২/৫/২০১৭