প্রকরষনীয় দু'হাত প্রতিক্ষারর প্রহরে
নির্ঘুম সারারাত অষ্টপ্রহরী চোখ
ঘামায়িত তড়াগ, চাওয়ার দু’হাতে
বিচ্ছিন্ন বৈভবে এসে ভেসে ক্লান্ত,
তবু মিটি মিটি জোনাকির আমিত্ব আভায়
ফেরায়ে আমাকে রাখে।
ঝাপসা আলোর ইশারায়,
দিকে দিকে ডাহুকের চিৎকারী শব্দময়তায়
ঘোর কাটেনা শরাব পিয়াসী; নির্বাক চোখে হাটাঁ-হাটিঁ করা পদযুগল,
বিতৃষ্ণায় হয়ে যায় ক্লান্ত আবার;
এখানে ওখানে ছড়ানো পুষ্প বাহার
দিনের সূচনা করে, বলে দেয় প্রকাশি-প্রকাশি,
আমার চৈতন্য তোমারই জন্যে ;
শুষ্ক ঠোট তৃষ্ণায় কাতর,
ভালোবাসার বিবর্ণ সুবাসে
আমি বার বার জড়িয়ে ধরি চিৎ্কারি
আমার শূন্যতায়, আমার আমিত্বে
আমার পৃথিবীর আকাশের তারা তুমি!
০২/০৭/২০১৬