আযান আমার কাছে বড় মধূর লাগে
এর চেয়ে মধূর সুর শুনিনিত আগে।
আমি চিরদিন মিশাব আমার মন ঐ সুর মাঝে,
জীবনে কত সুর শুনেছি কত পথে
কত যে সুর আমায় ডেকেছে তাতে;
ভুলিনাই তাকে আমি আমার বলে
আমি হারিয়ে যাইনি তাকে ফেলে।
আমি আমাকে খুঁজেছি তোমারই বীণ
সেথায় থাকতে চাই আমি ও রাব্বুল আলামিন।
আমি কখনো ভুলে যাবনা তাঁকে।
হৃদয়ের প্রশান্তি খুঁজে পাই আমি ঐ সুরে
প্রস্তুত হই আমি নামাযের তরে।
সেই সুর বারে বারে আমি যেন শুনি
সেই সুরে খুঁজে পাই সোনার খনি
আমি আজীবন থাকব ঐ সুর মাঝে।।
এই সুর শুনে মোর নবী যেতেন নামাজে
কাফেরেরা মরত আতংক-জ্বালাতে
মসজিদে আসত সাহাবীর দল
নামাজ আদায় করে বলত সকল
আমাদের সব কিছুর মালিক তুমি
তোমার নামে মোরা তোমাকেই চুমি
সব কিছু ওঠে আসে মধূর আযানে।।
৪/৭/১৬