তমসার ঘন জুলমাতে যখন আমার আকাশ ম্লান,
তোমার দেয়া রোদ্দুর জলে আমি করেছি স্নান।
বিবর্ন জ্বালায় জ্বলতে জ্বলতে জ্বলেছি প্রায়,
তোমার দেয়া এক পশলা বৃষ্টি শান্তি দিয়েছে আমার তড়ায়।


পথ হারা হয়ে বিপথে যাওয়ার ক্ষণ-তে,
ভেসে এলো তোমার সুবাণী আমার মানসপটে;
"তোমরা আল্লাহর রুজুকে আকড়িয়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হইওনা"
তাই আর বিপদ গামী আমার আর হলোনা।
ওগো রাব্বুল আলামিন, শোকরিয়া তোমার কাছে
আমার মত অপায়া কে রেখেছ তোমারই পাশে।
বৃন্তে বৃন্তে ফোটা পাপের রাশী অনুমানে আমি,
তোমার প্রিয়জনদের থুতুর চেয়েও হতে পারিনি দামী।
কিন্তু এই তুমি যে আমাকে এত ভালোবাস প্রভু
আমি সেই দাম দিতে পেরেছি কভু?
পারিনি বলেও তুমি ভালবাস আমায়
ওগো দয়াময় এ কোন আভায়?
আমিত তোমার কিছুই পাওয়ার যেগ্য নই,
কিন্তু তুমি শুধু আমার ভালবাসার "খাতায়"করেছ সই।
আমার আধাঁর প্রকৃতি,
তুমি তোমার রোদ্দুরে এনে দিয়েছ দ্যুতি।
তাই সকল প্রশংসা তোমার তোমারই শুধু
তোমাতেই খোঁজে পাই মিষ্টি আতর মধু।।


২১/৯/২০১৬