তোমার বিশাল ভালোবাসার এক ফোঁটা জলের
ধারা যদি পাই আমৃত্যু অপেক্ষায় আমি,
কার সাধ্য আছে আমাকে আটকায়,
হুরীর জগৎ থেকে আলাদা রাখার!
তোমার সুনদর রাহ, রাহীকে এখন বিবর্ন হাতুড়ী দ্বারা
প্রত্যহ প্রহারে প্রহারে বেলালের দৃশ্য এনে দেয়
নব্য এই জমিনে তোমার।
আমি দিক ভ্রান্ত হয়ে কোথায় হারিয়ে আমাকে খুঁজি,
আমারত আমি নই, সবই তোমার;
ঠাঁই দাঁড়িয়ে দাঁত কিড়মিড়িয়ে লেজ গুটিয়ে
আমি চলে আসি অক্ষমতায় চিৎকার করে কাঁদে
আর অজস্র জল আমার কপোল জমিন ভাসয়।
একী আমি, একী আমার আমিত্ব, একী আমার ঈমান?


জানিনা, মনে হয় ঠুনকো আমি, আমার বীরত্ব হারিয়ে গেছে,
আমি তাই নীরবে, আধাঁরে আমাকে ভাবী কী আমার পরিচয়?
জল ভরা চোখ যখন তোমার কাছে উধর্ব
আকাশে হাতেরা কাঁপা কাঁপা কন্ঠে
বলে "ওগো মালিক, আমাকে তোমার রহমতের এক ফোঁটা জল দাও"
আমার মনে হয় সেই ডাক ফেরেস্তারা তোমার কাছে পৌঁছাতে নারাজ।
কেননা আমি দিনে তোমার, রাতে অন্যের
যে মহা মোনাফেক, আমি শুধুই তোমার, তোমারই হতে চাই,
রএীদিন আমৃত্যু প্রতিদিন।
ওগো মামুদ তোমার এক বিনদু ভালোবাসার জলের
অপেক্ষায় এই আমি আমার তুমি, তোমার কাছে পেতেছি দু'হাত।


১৬/৯/২০১৬