আমার অপুষ্পিত বাগানটি আমি
নিড়িয়ে সাফ করে, তোমারই ফুল গুলুর
চারা রোপন করার প্রয়াসে এখন
রাত্রীদিন কাজ করে যাচ্ছি অসাধ্যকে সাধন করতে।
আমার পিচ্ছিল পথ ঘাট সব গুলু, তোমার সুনির্যাস দিয়ে
আমি বাঁধবো, সংস্ককার করবো আমার ফাগুন আমার
বসন্তে তোমার দেয়া ফুল ফোটাতে।
আমি দিগন্তে আমার আবিরের ছড়াছড়ি করব তোমারই
দেয়া রহমতে, হে আমার মালিক, আমার বিচারক।
আমি নিত্যদিন আজ রচনা করি নব নব সংগীত,
যেখানে তোমার রং তোমার মুকুলি ফোটে,
কান্নাকে আমার আহলাদ ও চির নন্দিত পসরা বলে
আমি দিব্যি আমার তুলিতে আঁচড় দিচ্ছি তোমার সুগুণ
হে আমার মালিক, ওগো রাব্বুল আলামিন।
ওগো দরিয়ার মালিক, বিশাল আকাশের স্রস্টা আমার,
মুঠো রোদ্দুর তাপ থেকে তুমি সুশান্তনার বল আলোয়ে,
আমাকে সাজাও, ওগো রাব্বুল আলামিন।
আমি চোখের বিশাল জলরাশি দেখে, হুমড়িয়ে পড়ি
এই কাজ ও কাজ সব কাজ তোমারই যেন আমার আমি
করে যেতে যাওয়ার সুসাহস থাকে তোমার দেয়া
শক্তি টুকু দিয়ে, ও গো রাব্বুল আলামিন, ও গো আমার কবিতার মালিক,আমার তুমি।


১৪/৯/২০১৬