আকাশের কানে কানে শুনি
দিগন্ত ওঠেছে ঘুমরী।
কার বিরহী বাতাসে আজি
জোছনায় তারা রাজী,
বিমুগ্ধ নয়নে দেখা বিশাল আকাশ
ঝাপসায় কাঁদে মাসকে মাস।
অরণ্য বিগলিত মায়ারা কেন,
চুপে চুপে ভালোবাসে যেন।
বৃন্তে বৃন্তে থাকা মুকুলি সব,
খলবলিয়ে না চলে, নীরব নীরব।
কান্না-বিজড়িত চোখেরা শুধু
হায়!হায়! বলে ডাকে শুধু।
আত্মার হয়েছে জড়ো,
প্রার্থনার শকটে চড়ো ;
আমার এই দু'টি হাত যেন-গো মাবুদ
নত থাকে যেন আমৃত্যু আবুদ।
তোমার পানাহ ছাড়া আর কী কখনো কিছু
হয়নি হবেনাত কিছু ;
আমার আত্মজায় এনে দাওগো সেই মধু,
যেখানে আমার উপস্হিতি তোমাতে থাকে শুধু।
৬/৯/২০১৬