ও চোখের জল, ও ফোঁটা ফোঁটা জল
বর্ষার শ্রাবণ ধারার চেয়েও বেশী প্লাবনে
ভাসিয়ে দিচ্ছে হাওর বাওর খাল বিল,
তার তীব্র স্রোত ধারায় দিগন্ত বহমান,
সব ঠাঁয় দাঁড়িয়ে শীর উঁচিয়ে নির্বাক প্রার্থনায় কর বাঁকিয়ে,
নির্জলা সত্যের আখরে শব্দায়িত শুধু,
প্লাবনে ভয়েনা জীবন প্রয়ান ও যুগল আজ হায়,
বৃন্তে মধুময় ক্ষির ফুলে আসেনা , বার বার দিয়েছে,
নীরবে আজ অন্যগানে মাতবে কুঁড়িরা গাছে গাছে
যেখানে আসর বসাবে শুধু সৃষ্টির সৃষ্টি কর্তার গুণগানে।
পাখি সব নিরানন্দে নেএনীরে যোগ হবে বিশাল জলে,
যেখানে আত্নার মানবতাকে শিখাবে দেখাবে শুনাবে গান,
তাই চোখাশ্রুরা আকাশে আকাশে দামী হয়ে,
দূতেরা পৌছি্ঁয়ে দিচ্ছে এ্যাপলিকেশন,
আর সুগ্রীব হা করে নভপানের দিকে ,
আকুতি জানায় বিনম্রতায় তাঁর কাছে,
যিনি আকাশ পৃথিবীর মালিক আমার তোমার।
অজস্র কর আর নীরভরা অক্ষিরা যে প্লাবন এনেছে
তা দূর থেকে সীনাই পাহাড় হয়ে চলে গেছে তাঁর-ই দরবারে।
অপেক্ষার প্রাণ সফলতার সুঅর্ঘ্য নিয়ে আনে
আনবে নূহ মুসা (আঃ)এর অতীত,
"আন আন "? হয়নি দেয়নি সুযোগ দেয়া হয়নি আর।
২/৯/২০১৬