এই মাটিতে আমাকে পাঠালে বলে
তোমার প্রতি আমি কৃতজ্ঞ, ও রাহমান আমার মালিক,
এখানের সব আমাকে আমার প্রিয়, স্কন্দে থাকে সুবাস ;
নগ্নতার মাঝেও আমি দেখি সুবর্ণময়তা,
শুধু সাহসী চোখ ওঠে আসা দরকার,
এই জমিনে তোমার, তোমার মাটিতে বানিয়েছ শ্রেষ্ঠ মানুষ;
যাদের সুহাতে আমার ভূমিকে আদর্শ করেছ তাঁদের গুণে।
তোমার আমার এই বন্ধনে আমি মহা-খুশি,
কেননা তুমিই আমাকে দিয়েছ মান, স্নেহ মমতা ভালোবাসার সুঘ্রাণ;
আমি তাই আসমান খুঁজি, যেখানে রিয়াজুল জান্নায়
পড়ে নামাজ তোমারই প্রিয়জন।
সেই স্বপ্নময় সময়ের আকর্ষনে আমি যে আরো পাগল,
ওগো মাবুদ, তুমি সম্মান দিয়েছ যাঁদের, তারা প্রত্যহ অত্যাচারিত ;
এইটুকু তোমার কৌশল হয়ত, আমার বুঝার বয়স হয়নি তাই।
আমি বড্ড আহ্লাদিত যে আমারই আল্লাহ তুমি,
আমাকে বাঁচাচ্ছ প্রতিনিয়ত তোমার ভূমিতে।
তোমাকে চিনা আর সেই মতে
চলার সুসাহস আমাকে আমৃত্যু দিও ;
আমার কান্না শত কোটি চোখের,
আখরে শব্দায়িত হয়ে তোমারই রাজ্য প্রতিষ্ঠার প্রয়াসে এখন।
৫/১০/২০১৬