আমাদের দেশ
বর্ণনার যার নাই শেষ
কোথায় চলেছে ও
জানেনা তা কেউ।
রাতে যা করবে ভাবে
সকালে তা উলটে যাবে
দিনের হিসাব কষে
বিকালটা কাটে রসে।
এখানে এখন রাত আর দিনের নেই কোনো বালাই
এই খানে শুধু আছে স্বার্থের জালাই।
এই খানে শুধু দ্বন্দ্ব সংঘাত
পাখির কলকণ্ঠে হয়না প্রভাত।
জীবনের টানে তবু ছলছে জীবন
সমমান ভকতির নেই কোনো আহরণ।
হয়! আমার দেশ
চিরহরিতের এই দেশ
কি দিয়ে হবে তোমার শেষ?