ভাবছিলাম আজরাইলকে দেব কিছু ঘুষ,
হবেনা তিনি আর আমার প্রতি কোন রুষ।
দেবে সময় এখানে অনেক-অনেক,
মারবো কাটবো বানাবো সনেট সনেট।
আমার চেয়ে বড় হবে কে আর!
নমরুদ ফেরাউন যে যার;
ক্ষমতায়ই ক্ষমতা থাকবে শুধু আবার আবার,
কার সাধ্য রুখতে পারে দিয়ে আসার আসার।
কিন্তু ভাবিলাম হায়!
সব দেখি মরে যায়!
রাজা মন্ত্রী ধনাঢ্য ব্যাক্তি
কেহ পায়না পায়নি নিষ্কৃতি।
সব যায় চলে যায় শুধু একা একা
কেহ যায়না কারো সাথে, হতে পারেনা বাঁকা।
আমার কর্মের বিচার হবেই হবে-ই,
তা জেনে গেছি আমি আরো আগেই।
তাই নিজ কর্মে প্রবাহী,
আমি যেন তাঁর করতে পারি জবাবদেহী।
৪/১০/২০১৬