ছোট্ট রজনী দীর্ঘ হয়না আজ
চারিদিকে শুধু শুনি তাসবিহের আওয়াজ।
গুণাহ মাফের শ্রেষ্ঠ রজনী আজি
তাই তাঁর কাছে সবাই মাফ চাইতে রাজী।
মসজিদে মসজিদে কিংবা গৃহে
অশ্রু প্লাবে বলছে তাহাকে-
ওগো রাব্বুল আলামিন
আমাকে মাফ করে দিও, দিও জামিন।
গুল্মলতা বৃক্ষ পাখি ও ফুল
সবই শ্লাঘা করিতে তোমার করেনাতো ভুল।
নেত্রজলে আহাজারী, চিৎকারী চিৎকারী
অসহায় হয়ে ক্ষমা সকল ভিখারি।
তোমার রহমতের গুণে আমাদের করগো ক্ষমা
অন্য কোনো পথ নাইগো এইটুকু ছাড়া।