এক কোটি পাপের রাজা আমি
আমার সাম্রাজ্যে আমিই দামী।
কাউকে এখন ভয় করিনা আমি
আমার ভয়ে পালায় কিছু দামী।
যা ইচ্ছে তাই করছি, দেখবে আবার কে?
আমার ডাকে পালায় সবাই, পালায়না ঔ সে।
তাইত আমি মাঝে মাঝে ছুটি দিচ্ছি কিছু,
মারছিনা তাদের আমি, যারা হাঁটছে আমার পিছু।
সত্য মিথ্যের ধার ধারীনা আমার মতে চলি,
আমার মত কে আছেরে, শোনরে তোদের বলি।
আাসমান ভাংগি পাহাড় ভাংগি ভাংগি সুক্তির হাত,
কেউ কী কিছু করতে পারছে, আমার সাথে মাত?
মানছিনা আর মনব কারে আমার শুধু আমি,
আমার কাছে আসবি কেমনে তোরা, তার সবটুকুই জানি।
আমার আশায় পাগলামী নয়, আমার তাতে নেশা
সব কিছুই করতে পারা, এইটাই আমার পশা।
হাত বাড়ালে চাঁদও আসে আমার কাছে কাছে
তাইত কোটি কোটি মরদ মরদী ঘুরছে আমার পাশে পাশে।
আমি কী আর আমার জন্য করি,
আমি-ত ভাই সবাইর জন্য স্মরি।
ভেবে দেখলাম চোখ বুঁজিয়ে রাতে
আমার তো সব ধারণ হলো মোভি ক্যামরাতে।
এত লাখ লাখ কোটি কোটি দৃশ্য জমা আছে
আমার প্রকৌশলী তা পারবেনাত তো ডিলিট করে দিতে।
আমার সকল অপকর্মের ভিডিও
উপস্হাপিত আরো যত আছে মোর অডিও।
পালাবার পথ কোথা আমার ওখানে
দাপট ঘুষ কোনটাই খাটবেনা সেখানে।
আমি তওবা করছি ওগো মালিক তোমার কাছে
আজ থেকে তা করবনা যা করেছি আগে।
৩০/৯/২০১৬