আমি আহাজারি দেখেছি, দেখিনি বিলাপ
চিৎকারে ফেটেছে জমিন হৃদয় হৃদয়,
আমি চিৎকার দেখেছি মা’য়ের
দু'হাত তুলে অশ্রুভরা বিচারে,
আকাশে আকাশে,
চির জাগ্রত স্রস্টার কাছে।
কোন গাল মন্দে বিচার চায়নি,
বাবা ও জননী;
শুধু সত্য ও ন্যায়ের ,
অবিবেচকের থাবায় ন্যায় ভাঙা জানোয়ারের,
হৃদয় বুক আহাজারি আহাজারি ক্রন্দনে
ফেটেছে আকাশ -
ঝরেছে উজ্জ্বল তারকারাজি,
পিতা ও মাতার চিৎকারে চিৎকারে।
ন্যায় যখন অচলায় মোড়লেরা,
অন্যায় ন্যায়ে পরিণত হয়েছে এখানে ওখানে,
তখন ইচ্ছের বিচার শুধু তাঁর কাছেই,
অসহায় হাত সাহসী হাতে তুলে ;
চোখ মুখে অশ্রুর পিটিশন-
করে রেখেছে জননী পিতা;
এই দুর্ভাগ্য বাংলার জমিন থেকে, সৃষ্টিকর্তার কাছে।
কী নির্মম অত্যাচারে তাদের তনয়
আহত নিহত হচ্ছে নিয়ত প্রতিনিয়ত-
তার সব কিছু যেন -
তিনিই দেখেন, যিনি নিদ্রালু নন।
অত্যাচারীর কঠিন আগল
নিমিষে ভাঙে
পাড় ভাঙা নদী সমুদ্রে বুভুক্ষময়।।


২৯/৭/২০১৬